প্রিয় সহজ বাইকার, এই টিউটোরিয়ালে দেখতে পারবেন কীভাবে গ্রাহক সহজ রাইডের বিকাশে করবে।
এবং বিকাশ পেমেন্টের রাইড আপনি কীভাবে একসেপ্ট করে কমপ্লিট করবেন।

মনে রাখবেন, গ্রাহক বিকাশে রাইড পেমেন্ট করবে তার সহজ অ্যাপ থেকেই। (আপনাকে গ্রাহক কোন বিকাশ অথবা ক্যাশ পেমেন্ট করবে না)
তবে আপনি ঐ রাইডের পেমেন্ট (Fare-Discount) -টি মুহূর্তেই পেয়ে যাবেন!

চলুন টিউটোরিয়াল টি দেখে নেয়া যাকঃ

১। গ্রাহক bKash -এর মাধ্যমে পেমেন্ট করতে চাইলে আপনি রাইড রিকুয়েস্টের সময়ে bKash -এর Logo টি দেখতে পারবেন


২। সাধারণ ভাবে রাইড রিকুয়েস্টটি একসেপ্ট করুন

৩। রাইডটি সম্পূর্ণ করতে “Drop & Confirm Payment” -এ ক্লিক করুন

৪। রাইডটি সম্পূর্ণ করে গ্রাহক -এর সহজ রাইড অ্যাপটি ওপেন করতে হবে  এবং গ্রাহকের অ্যাপ -এ “Pay with bKash” button টিতে ক্লিক করতে হবে

৫। পরবর্তী ধাপে গ্রাহকের অ্যাপ -এ  bKash account number টি দিয়ে Proceed করতে হবে

৬। এর পর গ্রাহকের bKash account থেকে sms পাওয়া bKash verification code টি দিয়ে Proceed করতে হবে

৭। গ্রাহক পেমেন্ট টি নিশ্চিত করতে হলে তার bKash account -এর পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করতে হবে

৮। গ্রাহক অ্যাপ -এর মাধ্যমে পেমেন্ট টি কনফার্ম করলে আপনার Screen -এ Receipt টি দেখতে পারবেন।

৯। Congrats! আপনার রাইডের সম্পূর্ণ পেমেন্ট গ্রাহক করে দিয়েছে

১০। এই রাইডের পেমেন্টটি আপনি পরবর্তী কার্যদিবসে Shohoz -এর থেকে পেয়ে যাবেন

গ্রাহক বিকাশ পেমেন্ট সিলেট করে থাকলে ঐ রাইডের Receivable Amount (Total Fare-Dsicount) -এর টাকা মুহূর্তেই পেয়ে যাবেন। আর বাকি ডিসকাউন্ট+বোনাস -এর পেমেন্ট সহজ আপনাকে পরবর্তী কার্যদিবসে পেমেন্ট করে দেবে