করোনার এই প্রাদুর্ভাব কমাতে সবাইকে অনুরোধ করা হচ্ছে বাসায় কোয়ারান্টাইনে থাকার জন্য। বাসায় বসে সময় কিভাবে কাটানো যায়? বই পড়া, সিনেমা ছাড়াও বিভিন্ন উপায়ে ঘুমানো তো আছেই।
- এর মধ্যে বাইরে এই রোদ দেখে বৃষ্টির কথা মনে পড়লে এই সাইটটি ওপেন করে রেখে দিন।
https://bit.ly/RRainyMood - অনেকে তো আবার ট্যুর ক্যান্সেল করে বসে আছেন। এক কাজ করুন। এই সাইটে যান- বিভিন্ন দেশের নানা রকম গান, রেডিওতে শুনে ঘোরার আমেজ কিছুটা হলেও পাবেন।
https://bit.ly/RRadioGarden - মুভি দেখতে ইচ্ছা করছে কিন্তু এত সময় ধরে না? সমস্যা নেই এখানে অনেক দারুণ সব শর্ট ফিল্ম পাবেন -দেখে ফেলুন।
https://bit.ly/ShortFlim - বাসায় বসেই প্রিয় রেস্টুরেন্টের খাবার কিংবা প্রয়োজনীয় ঔষধ ও বাজার সদাই করতে সহজেই অর্ডার দিতে, মোবাইল থেকে এখানে ক্লিক করুন।
https://bit.ly/OrderFoods - বিশ্বজুড়ে দারুণ কোন আইডিয়া নতুন বিষয় কিংবা সফলতা কিংবা ব্যর্থতার গল্প শুনতে টেড এক্স আছে, আর একটু ভারী টপিকের জন্য টেড তো আছেই!
https://bit.ly/TEedxxX - আড্ডা দিতে পারছেন নাহ? বন্ধুদের লেইম জোকস মিস করছেন কিংবা সবজান্তার বিশাল জ্ঞান? ঢুঁ মারতে পারেন এখানে।
https://bit.ly/BPaanda
https://bit.ly/ggagg - বাইরে গিয়ে বন্ধুদের কাজে ভুল ধরতে পারছেন নাহ? অন্যদের আঙ্গুল দেখাতে পারছেন নাহ? এখানে যান – আপনি পয়েন্ট করলে আপানাকেও আঙ্গুল দেখায় দিবে।
https://bit.ly/Fingerp - আসলেই ঘুমাতে চাচ্ছেন? এই সাইটে গিয়ে তাকিয়ে থাকুন-
https://bit.ly/ZZoommm - কি করে কি হয়? এটা কেন-ওটা কিভাবে? হাজার প্রশ্ন মাথায় কিলবিল করছে? এখানে ঢুঁ মারেন। https://bit.ly/hhoowww
অনেক কিছু করতে পারেন বাসায় বসেই। ইচ্ছামতো যা খুশি তাই করুন! শুধু খুব জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না প্লিজ।
বাইরে বের হয়ে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ালে কি হবে দেখতে এখানে ক্লিক করুন।
https://bit.ly/CCOORRONA
বাসায় বসে টাইম পাসের জন্য আপনার পছন্দের কোন সাইট থাকলে কমেন্টে অবশ্যই দিবেন!