সহজ-এ শুরু হয়েছে দুর্দান্ত খেলা!  

সহজ অ্যাপ বা ওয়েবসাইট থেকে বাস টিকেট কিনে আপনিও অংশ নিতে পারেন ‘Buy, Play & Win’ গেমে।  

কিভাবে খেলবেন? 

ক্যাম্পেইন চলাকালীন সময়ে যে কোনো রুটের যেকোনো বাসের টিকেট কিনলেই আপনার নম্বরে একটি ফোন যাবে। ফোন কলে আপনাকে ১টি প্রশ্ন করা হবে এবং সঠিক উত্তর বাছাই করতে বলা হবে। আপনার প্রদেয় উত্তর সংরক্ষণ করা হবে চূড়ান্ত ফলাফলের জন্য।  

পুরস্কার কি থাকছে? 

এই গেমে অংশগ্রহণকারী প্রত্যেকে পাচ্ছেন পরবর্তী যেকোনো রুটের যেকোনো বাস জার্নিতে প্রতি সিটে নিশ্চিত ৩০ টাকা (সর্বোচ্চ ৪ সিটে ১২০ টাকা পর্যন্ত) ছাড়।  

তাছাড়া, গেমে বিজয়ীদের জন্য রয়েছে-  

১ম পুরষ্কার: আইফোন ১৪ 

২য় পুরষ্কার: OnePlus Nord CE 2 Lite 5G 6GB 128GB  

৩য় পুরষ্কার: HUAWEI MediaPad T3 7 

৪র্থ পুরষ্কার: Amazfit Smart watch (Pop 2 AMOLED) 

৫ম পুরষ্কার:  Wireless Bluetooth Earbuds 

এবং আকর্ষণীয় সব পুরষ্কার! 

সহজ ‘Buy, Play & Win’ গেম চলবে ১০ জুলাই, ২০২৩ পর্যন্ত।   

শর্তাবলী   

  • কেবল সহজ অ্যাপ বা ওয়েবসাইট থেকে টিকেট কিনলে এই গেমে অংশ নেওয়া যাবে।   
  • ক্যাম্পেইন চলাকালে সহজ থেকে প্রতিবার টিকেট কেনার পরই গ্রাহক একটি  কল পাবেন, যার মাধ্যমে গেমে অংশ নিতে পারবেন।  
  • দ্রুততম সময়ে সঠিক উত্তর প্রদানকারী হবেন  ক্যাম্পেইনের বিজয়ী।    
  • গেমে অংশগ্রহণের রিপোর্ট লিডার বোর্ডে প্রকাশ করা হবে।    
  • টিকেট বুকিং বা কেনার পর টিকেট বাতিল করলে তা ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত হবে না।    
  • ক্যাম্পেইন চলবে ১০ জুলাই, ২০২৩ পর্যন্ত।   
  • ক্যাম্পেইন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। 
  • সহজ যেকোনো সময় এই ক্যাম্পেইনের মেয়াদ বাড়ানো বা বন্ধ ঘোষণার অধিকার রাখে।    
  • অফার সংক্রান্ত যেকোনো বিষয়ে সহজ-এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন: ১৬৩৭৪ নম্বরে।