রেগে আছেন? গান শুনুন। কষ্টে আছেন? গান শুনুন। আনন্দে আছেন? গান শুনুন। মুড যেমনই হোক না কেন, গান সবসময়ই মুড ঠিক করে আপনাকে করতে পারো অ্যারো রিফ্রেশড! হোম কোয়ারেন্টাইনের এসময়ে বাসায় বসে বোরিংনেস কাটাতে শুনতে পারেন এই ১০টি দারুণ গান।

১. মেঘে মেঘে ডানা মেলে দূরে দূরে উড়তে মন চাইলেই তো আর তা সম্ভব না এখন। কিন্তু মিনারের এই ঝুম গানের সাথে ঠিকই মন কিন্তু ভাল হয়ে উড়াল দিবে ভাল লাগার দেশে। মিনারের সাথে ঝুমের সুরে হারিয়ে যেতে ক্লিক করুন- bit.ly/jhooom

২. আপনি একেলে মানুষ হোন বা সেকেলে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান পছন্দ হবেনা তা হতেই পারেনা। ভালোবেসে সখী, তুমি সন্ধ্যার মেঘমালা বা তুমি রবে নিরবে- গানগুলোর প্রেমে পরেনি এমন মানুষ আছে বলে মনেই হয়না। রবিঠাকুরের প্রতি ভালোবাসা থেকেই গানগুলো অদ্ভুত সুন্দর কভার করেছে TagoreCovers। মন ভালো করা কভারটি শুনতে ক্লিক করুন-  bit.ly/Tagoree

৩. কি হলে কি হতো? এত কিছু কেন ভাবছেন? সব আবার ঠিক হবে, আবার বন্ধুদের সাথে মাঠে ঘাটে জমবে আড্ডা, চলবে ৩ কাপ চা – ৫ কাপ করে খাওয়া। তাই এসময়ে নিরাপদে বাসায় থাকুন আর শুনুন অর্নবের ‘কি হলে কি হতো গানটি- bit.ly/Kiholeki

৪. সামনেই পূর্ণিমা। এদিকে প্রিয়জনের সাথে ট্যুরও তো ক্যন্সেল! বসে বসে মন খারাপ না করে পূর্ণিমা সন্ধ্যায় রজনী গন্ধা- রূপ সাগরের সাথে আকাশ দেখতে দেখতে একা একাই স্বপ্নের দেশে ডুব দিন রবীন্দ্রনাথের গান শুনতে শুনতেই। bit.ly/FagunHawayy

৫.প্রিয়তমা রেগে আছে? দেখা হয় না তো অনেক দিন। একয়টা দিন না হয় নিরাপদে বাসায় থাকলেন, এরপর তো আবার দেখা হবে -ঘোরা হবে, টিএসসির ফুচকা হবে, ধানমন্ডি লেকের বাদাম হবে। তাই এখন রাগারাগি না করে সুস্থতার দিক নজর দিন। আর হ্যাঁ অঞ্জন দত্তের মত করে সরি বলে ফেলুন চটজলদি। গানটি শুনতে- bit.ly/Soorryanjan

আর হ্যাঁ গান শুনতে শুনতেই প্রয়োজনীয় বাজার, ফুড কিংবা ঔষধ পাচ্ছেন সহজ ফুডে Grocery ও Medicine সেকশনে। ক্লিক করুন  bit.ly/shzgcry

৬. জানি অনেকদিন বাইরে যাওয়া হয়না। দেখা হয়না সবুজ ঘাস বা নীল আকাশ। মন খারাপ হওয়াটাই কিন্ত স্বাভাবিক। যতদিন না বন্ধুদের সাথে আবার জমিয়ে আড্ডা হচ্ছে, বা হচ্ছে প্রিয়তমার হাত ধরে হাটা, ততদিনের অপেক্ষায় শুনে আসুন Louis Armstrong এর গান What a wonderful world এই লিংক থেকে bit.ly/wondeerful

৭. আচ্ছা মাঝে মাঝে কি আপনারও মন খারাপের গান শুনতে ইচ্ছে করে? মনে পড়ে স্পেশাল কোন মানুষের পুরানো অনেক স্মৃতি? এমন সময়ের কথা মনে করেই Phosphorescent লিখে গেছে Song For Zula গানটি শুনতে- bit.ly/2xF2RZT

৮. “The city’s cold and empty, No one’s around to judge me” গানের লাইনগুলো কি খুবই মিলে যাচ্ছে আপনার এখনকার অবস্থার সাথে? তাহলে এখনই শুনে আসুন The Weeknd-এর দারুন বিটের এই ইলেক্ট্রো-পপ গান Blinding Lights: bit.ly/2UA4Rvt

৯. আবারও নিয়ে যেতে চাই নস্টালজিয়া রাইডে।কিছু গান এমনভাবে মনে জায়গা করে নেয় যে যতই দিন চলে, গানের লাইনগুলোতে কিন্তু যাক মরিচা ধরেনা।এই যেমন Bryan Adams এর বিখ্যাত গান- Summer of 69’। এই ফাঁকে ঢু মেরে আসুন গানটির সাথে জড়িয়ে থাকা পুরানো দিনগুলোতেঃ bit.ly/Summeroff69

১০. রক গানের ফ্যান? তবে আপনার জন্য আমাদের শেষ সাজেশন। নিশ্চয়ই মনে আছে রক গানের লেজেন্ড তাহলে Bon Jovi’র কথা? মিলিনিয়ালদের জন্য গায়কটির সেরা উপহার ছিল It’s my life গানটি।  bit.ly/Itsmmylife