অনলাইনে বাস টিকেট বুকিং বিশ্বের বিভিন্ন দেশে বহুকাল আগে থেকেই দেখা যাচ্ছে। চিরাচরিত ভীড় কাউন্টারে দাঁড়িয়ে টিকেট কেনার ভোগান্তি এড়াতে এখন যুবক-বৃদ্ধ সবাই ঝুঁকছেন অনলাইনে বাস টিকেট বুকিং-এ। বাংলাদেশেও অনলাইন টিকেটিং এর পালে হাওয়া লেগেছে। ব্যস্ত জীবনে টিকেট কেনার ঝামেলা এড়াতে লক্ষাধিক যাত্রী বেছে নিচ্ছেন অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মকে।
অনলাইন টিকেটিং-এর সুবিধা
বাস টিকেটের জন্য সায়েদাবাদ, গাবতলি কিংবা কল্যাণপুরের ভীড়ে কাউন্টারে ছুটোছুটি আনন্দদায়ক যেকোনো টুরে এক ঝামেলার কাজ। কিন্তু কাউন্টার ছাড়া বাসার কাছে টিকেট পাওয়া একসময় ছিল অসম্ভব। প্রযুক্তির আশির্বাদে এখন সবার হাতের নাগালে ইন্টারনেট। নির্ঝঞ্ঝাট বাস টিকেটিং-এ এজন্য সবাই অনলাইন থেকেই বাস টিকেত কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তাছাড়াও অনলাইনে বাস টিকেট কেনার আরো কিছু সুবিধা রয়েছে। যেমন-
- দ্রুততম সময়ে টিকেট
অনলাইন বাস টিকেট বুকিং বাংলাদেশ দিয়ে সারাদেশের যেকোনো জায়গায় টিকেট কেনা যায় কয়েক ক্লিকেই। ওয়েবসাইট বা অ্যাপ থেকে ঘরে, অফিসে এমনকি রাস্তা থেকেও কয়েক মিনিটে কিনে ফেলতে পারবেন আপনার কাঙ্ক্ষিত বাস টিকেট।
- বাসের রুট, সময়, বোর্ডিং দেখার সু্যোগ
অনলাইনে বিভিন্ন রুটের যেকোনো বাসের রুট দেখতে পারবেন। সেই সাথে কোন সময়ে বাস ছাড়বে এবং কখন পৌঁছাবে তাও দেখে নিতে পারবেন চট জলদি। তাছাড়া যদি বাসার কাছাকাছি কোথাও থেকে বাসে উঠতে চান, তাহলে পছন্দমতো বোর্ডিং বেছে নিতে পারবেন অনলাইনেই।
- ভাড়া যাচাইয়ের সুবিধা
দেশজুড়ে একই রুটে বিভিন্ন অপারেটরের অনেক বাস চালু রয়েছে। এসি বা নন এসি এবং ইকোনমি বা বিজনেস ভেদে বাসের ভাড়া বিভিন্ন হয়। অনলাইনে বাস টিকেট কেনার আগেই আপনি দেখে নিতে পারবেন বাসের ভাড়া। সেই সাথে বিভিন্ন অপারেটরের ভাড়া তুলনা করে টিকেট কিনতে পারবেন সহজ-এ।
- আকর্ষণীয় অফার
বাস টিকেটে বছরের বিভিন্ন সময় অপারেটর আর প্ল্যাটফর্ম বিভিন্ন অফার দিয়ে থাকে। কনভেনিয়েন্স ফি ফ্রি বা বিভিন্ন ছাড়ে আপনি চাইলে কম দামে বাস টিকেট কিনতে পারবেন অনলাইন বাস টিকেট প্ল্যাটফর্ম থেকে।
- ক্যাশলেস টিকেটিং
অনলাইনে টিকেট কাটার সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনি কার্ড, বিকাশ বা বিভিন্ন পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করতে পারবেন। ক্যাশলেস টিকেট হওয়ায় টাকা আদান প্রদান বা খুচরা সমস্যায় বাড়তি টাকা দেওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন।
- পছন্দসই সিট বেছে নেওয়ার সুযোগ
জানালার পাশের সিট চান? আপনি চাইলেই আপনার গন্তব্যে যাওয়ার বাসের পছন্দের সিটের টিকেট কিনে ফেলতে পারেন। অ্যাপ বা ওয়েবসাইটে সিট খালি আছে কিনা তা দেখে নিতে পারবেন। খালি সিট থেকে পছন্দসই সিট বুক করে নিতে পারবেন যখন-তখন।
- বুক করা টিকেট বাতিল করার সুবিধা
যাত্রার দিন পরিবর্তন হয়েছে? চিন্তা নেই! অনলাইনে টিকেট আগে বুকিং দিলে, পরবর্তীতে টাকা রিফান্ডসহ টিকেট বুকিং বাতিল করার সুবিধাও রয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে টিকেট ক্যান্সেলের বিভিন্ন নীতিমালা থাকে। সেই নিয়ম অনুসারে আপনি চাইলে টাকা রিফান্ডের সুবিধা সহ যাত্রা তারিখ পরিবর্তন বা বাতিল করতে পারেন।
বাংলাদেশের অনলাইন বাস বুকিং প্ল্যাটফর্ম
বাংলাদেশে প্রথম অনলাইন বাস টিকেট বুকিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে সহজ লিমিটেড। ২০১৪ সালে বাস টিকেটিং সেবা শুরু করে বর্তমানে দেশের ৬৪টি জেলার ৩০০০+ রুটের বাস রয়েছে এই প্ল্যাটফর্মে। সহজ-এর অফিসিয়াল ওয়েবসাইট বা মুঠোফোনে সহজ অ্যাপ থেকে যেকেউ চাইলেই যেকোনো সময় টিকেট কিনে নিতে পারেন ঘর, অফিস বা গাড়িতে বসেই।
প্রায় ১০০+ অপারেটরের বাস রয়েছে সহজ প্ল্যাটফর্মে। দেশের অভ্যন্তরীণ রুট ছাড়াও প্রতিবেশী দেশ ভারতে যাওয়ার বর্ডার ক্রস বাস-ও রয়েছে এখানে। হানিফ, নাবিল, এনা, সেন্টমার্টিন পরিবহন সহ দেশ সেরা সব অপারেটর এখন সহজ প্ল্যাটফর্মে। অনলাইন টিকেট বুকিং এর অন্যান্য সব সুবিধাসহ সহজ-এ রয়েছে ইনস্যুরেন্স পলিসিও। আপনি সহজ-এ ট্রাভেল ইনস্যুরেন্স করলে উল্লেখিত যেকোনো ক্ষতির জন্য ২,০০,০০০ টাকা পর্যন্ত ইনস্যুরেন্স সুবিধা পাবেন।
এতসব সুযোগ সুবিধা নিয়ে অনলাইনে বাস টিকেট কেনা এখন মাত্র কয়েক মিনিটের ব্যাপার। বাস টিকেট কেনা এখন তাই আগের চেয়ে অনেক সহজ!