নভেম্বর মাস জুড়ে তুবা লাইন পরিবহন দিচ্ছে বিশেষ ছাড়! এখন সহজ অ্যাপ বা ওয়েবসাইট থেকে তুবা লাইন পরিবহন–এর ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের টিকেট কিনলেই পাচ্ছেন স্লিপার ক্লাসে প্রতি সিটে ৫০০ টাকা এবং ইকোনমি ক্লাসের প্রতি সিটে ১০০ টাকা ছাড়।
সহজ থেকে একবার লেনদেনে সর্বোচ্চ ৪টি সিটের টিকেটে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। অফার চলবে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত।
অফার সংক্রান্ত যেকোনো বিষয়ে অপারেটর ও সহজ-এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।