সহজ ফুড-এ bKash পেমেন্ট করেই উপভোগ করুন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ১০০ টাকা পর্যন্ত।
১. অফারটি পাবার নিয়মঃ
- অফারটি পেতে ০১ জানুয়ারী* ২০২১ থেকে ১০ জানুয়ারী ২০২১ এর মধ্যে সহজ ফুডে আপনার ফুড পেমেন্ট অবশ্যই বিকাশ এর মাধ্যমে করতে হবে।
২. সহজ ফুড –এর ডেলিভারি সার্ভিস এর এলাকাসমূহঃ
- সহজ ফুড এর ডেলিভারি সার্ভিস ঢাকাঃ গুলশান, বনানী, বারিধারা, মহাখালি, নিকেতন, বসুন্ধরা, নিকুঞ্জ, উত্তরা, খিলগাঁও, বেইলি রোড, মগবাজার, লালবাগ, মতিঝিল, ওয়ারী, শান্তিনগর, পল্টন, কাকরাইল, যাত্রাবাড়ী, স্বামীবাগ এবং চট্টগ্রাম শহরে রয়েছে।
৩. সহজ ফুড –এর গ্রাহক সেবা পাবার উপায়ঃ
- দ্রুত গ্রাহক সেবা পেতে সহজ -এর হট লাইন নাম্বারে কল করুনঃ ১৬৩৭৪ (16374) অথবা সহজ -এর ভেরিফাইড ফেসবুক পেইজ -এ যোগাযোগ করুন। ইনবক্স করতে ক্লিক করুন।
৪. bKash –এর গ্রাহক সেবা পাবার উপায়ঃ
- দ্রুত গ্রাহক সেবা পেতে বিকাশ -এর হট লাইন নাম্বারে কল করুনঃ ১৬২৪৭ (16247)
৫. কিভাবে bKash পেমেন্ট করবেন?
- আপনার ফুড অর্ডার কার্ট এ add করুন এবং অর্ডার করুন
- অর্ডার করার সময় পেমেন্ট অপশনে bKash সিলেক্ট করুন
- এরপর Place Order বাটনে ক্লিক করুন
- সিলেক্ট করুন Pay with bKash
- এখন আপনার বিকাশের নাম্বার দিয়ে proceed বাটন-এ ক্লিক করুন
- Proceed করার পর Verification Code এর একটি SMS আপনার মোবাইলে আসবে, সেই নাম্বারটি add করুন
- আপনার bKash পিন নাম্বার দিয়ে অর্ডার সম্পন্ন করুন
৬. অর্ডার ক্যান্সেল করার পদ্ধতিঃ
- সহজ এর হট লাইন নাম্বারে (16374) কল করুন অথবা সহজ এর ভেরিফাইড ফেসবুক পেইজ -এ যোগাযোগ করুন। ইনবক্স করতে ক্লিক করুন।
৭. বিকাশ পেমেন্ট করার পর অর্ডার ক্যান্সেলে রিফান্ড পাবার নিয়মঃ
- পেমেন্ট করার পর, অর্ডার কান্সেল হলে, আপনার বিকাশ নাম্বারে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড করে দেয়া হবে।
শর্তসমুহ:
- অফারটি ০১ জানুয়ারী (দুপুর ১২ টা থেকে) ২০২১ থেকে ১০ জানুয়ারী ২০২১
- পর্যন্ত উপভোগ করা যাবে।
- একজন গ্রাহক একাধিকবার পেমেন্ট করতে পারবেন তবে সর্বমোট ক্যাশব্যাক পুরো ক্যাম্পেইনে ১০০ টাকা।
- দৈনিক ক্যাশব্যাক লিমিট ১০০ টাকা।
- পেমেন্ট সংক্রান্ত জটিলতা কিংবা ভুল পেমেন্টের ক্ষেত্রে বিকাশ হেল্পলাইন নাম্বার 16247 কিংবা বিকাশ কেয়ার, ফেসবুক পেজ কিংবা support@bkash.com এ মেইল করতে পারবেন।
- সাধারণ ক্ষেত্রে ক্যাশব্যাক তাৎক্ষনিক পাওয়া যাবে, তবে প্রসেস সংক্রান্ত জটিলতার ক্ষেত্রে বিলম্ব হতে পারে।
- ক্যাশব্যাক কিংবা ক্যাম্পেইনের ক্ষেত্রে বিকাশ এবং সহজ এর যেকোনো সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- কোনো ধরণের পূর্বানুমতি ছাড়াই বিকাশ কিংবা সহজ ক্যাম্পেইন পরিমার্জন কিংবা সংশোধন করতে পারে।