আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে  ১৭ মে ২০১৯, শুক্রবার থেকে।
গ্রাহকেরা Shohoz.com ওয়েবসাইট ও Shohoz – Buy Bus Tickets Android App থেকে টিকেট কিনতে পারবে।
১৭ মে (ভোর বেলা) থেকে টিকেট পাওয়া যেতে পারে।
অগ্রিম টিকেট অপারেটর/রুট ভেদে বিভিন্ন সময়ে পাওয়া যেতে পারে। তাই সকল আপডেট পেতে Shohoz.com ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপটি ভিজিট করুন।
সিট, টিকেট সংখ্যা/প্রাপ্যতা নির্ভর করছে বাস অপারেটর -এর সিদ্ধান্তের ওপর।
টিকেট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করে হবে।
টিকেটের প্রাপ্যতা নির্ভর করবে টিকেট সরবরাহের উপর, টিকেট অপর্যাপ্ততার ক্ষেত্রে সহজ কোনো ভাবেই টিকেট প্রদানে দায়বদ্ধ নয়।
ঈদ ট্রিপ -এর কোন টিকেট Cancel or Refund যোগ্য নয়।
ঈদ -এর টিকেট বিকাশ পেমেন্ট অথবা কার্ড/ইন্টারনেট ব্যাংকিং -এর মাধ্যমে করা যাবে।
ঈদ -এর টিকেট ক্যাশ অন ডেলিভারি হবে না।
কোন সাহায্য অথবা তথ্যের জন্য আমাদের কল করুনঃ 16374 অথবা ইনবক্স করুন m.me/shohoz

ওয়েবসাইট থেকে টিকেট কেনার নিয়মাবলিঃ

১. প্রথমেই আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে www.shohoz.com  যান।

২. হোমপেজ এ থাকা টিকেট রিজার্ভেশনের ঘরে কোথা থেকে যেতে চাচ্ছেন (From) এবং কোথায় যেতে চাচ্ছেন (To) তা সঠিকভাবে পূরণ করে, যাত্রার সম্ভাব্য তারিখ এবং ফেরত আসার তারিখ (যদি ফিরতি টিকেট কাটতে চান) লিখে  Search Bus অপশনে ক্লিক করুন।

৩. পরবর্তী পেজ এ সব বাস অপারেটরের তালিকা হতে নিজের পছন্দের ট্রিপ সিলেক্ট করুন। আপনি চাইলে Operator, Bus Type, Boarding Point Option থেকে ফিল্টার করেও নিজের পছন্দের ট্রিপ সিলেক্ট করতে পারবেন।

৪. ট্রিপ বাছাই করার পর সিট প্ল্যান থেকে নিজের পছন্দমত সিট এবং বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করুন ( যেখান থেকে আপনি বাসে উঠতে চান)

৫. এবার স্ক্রীনে আসা নতুন ফর্মটিতে আপনার যাবতীয় সব তথ্য দিন। বিশেষ করে ফোন নাম্বারটি সতর্কতার সাথে লিখুন , কারণ টিকেট সংক্রান্ত সকল তথ্য আপনার ফোনে প্রেরণ করা হবে।

৬. ইমেইলের স্থানে আপনার সঠিক ইমেইল এড্রেসটি লিখুন , কারণ টিকেটের PDF কপি আপনার ইমেইলে প্রেরণ করা হবে।

৭. এবার আপনার পছন্দমত পেমেন্ট অপশনটি সিলেক্ট করুন।

৮. বিকাশ এর ক্ষেত্রে “ Confirm Reservation” এ ক্লিক করুণ। এবং আপনার পেমেন্টটি   ১ ঘণ্টার মধ্যে সম্পন্ন করুন। অন্যথায় আপনার রিজার্ভ করা টিকেট বাতিল হয়ে যাবে।

৯. বিকাশ এর মাধ্যমে “ Confirm Reservation” এ ক্লিক করার পর Shohoz.com থেকে  BK XXXXXX সহ একটি এসএমএস আসবে।

বিকাশ পেমেন্টের নিয়মঃ

১. *247# ডায়াল করে বিকাশ মেনুতে যান।

২. বিকাশ মেনুতে গিয়ে পেমেন্ট করতে 3 লিখে সেন্ড করুন।

৩. মার্চেন্ট বিকাশ নং এ আমাদের মার্চেন্ট নং 01791715774 লিখে সেন্ড করুণ। এই নাম্বারটি শুধুমাত্র বাস টিকেট এর ক্ষেত্রে প্রযোজ্য।

৪. এবার সর্বমোট টাকার পরিমাণ লিখে সেন্ড করুন।

৫. রেফারেন্স নাম্বার এর স্থানে আপনার টিকেট কেনার সময় প্রদত্ত মোবাইল নাম্বারটি দিন।

৬. কাউন্টার  নাম্বার 1 লিখে সেন্ড করুন।

৭. এবার আপনার বিকাশ এর PIN নাম্বার দিয়ে পেমেন্ট কনফার্ম করুণ।

৮. বিকাশ থেকে ফিরতি এসএমএস এ TrxID নাম্বার পাবেন।

বিকাশ ভেরিফাই কিভাবে করবেনঃ

১. ওয়েবসাইট এর ভেরিফাই বিকাশ অপশনটিতে ক্লিক করে আপনার টিকেটটি ভেরিফাই করে নিন। বিকাশ রিজার্ভ করা ১ ঘণ্টার মধ্যে ভেরিফাই করা বাধ্যতামূলক। অন্যথায় আপনার রিজার্ভ করা টিকেট বাতিল হয়ে যাবে।

২.  স্ক্রীনে থাকা ভেরিফাই বক্সে Pnr/Ref স্থানে Shohoz.com থেকে পাওয়া BK XXXXXX নাম্বারটি ইনপুট করুণ। এবং ফোন নাম্বার এর স্থানে আপনার টিকেট কেনার সময় প্রদত্ত মোবাইল নাম্বারটি দিয়ে সার্চ করুণ। এবার Verify Transection বক্সে আপনার  TrxID নাম্বারটি নাম্বারটি ইনপুট দিয়ে Verify Transection বাটনে ক্লিক করে আপনার টিকেটটি কনফার্ম করুণ।

৩. Congratulations! আপনার টিকেটটি কনফার্ম হয়ে গেছে। স্ক্রীনে আসা নতুন পেজ থেকে আপনার টিকেটটি প্রিন্ট করুণ এবং কাউন্টার এ যাবার সময় অবশ্যই টিকেটটি সাথে করে নিয়ে যাবেন।

কার্ড পেমেন্টের নিয়মঃ

১. এবার আপনার পছন্দমত পেমেন্ট অপশনটি সিলেক্ট করুন।

২. তারপর আপনার কার্ডের ধরণ সিলেক্ট করুণ এবং “Proceed to Pay” বাটনে ক্লিক করুন।

৩. এবার Order Summary চেক করুন এবং Payment Method এর ঘরে আপনার কার্ডের উপর ক্লিক করুন।

৪. স্ক্রীনে আসা নতুন পেজ এ আপনার  কার্ডের তথ্য দিয়ে এবং গোপন পিন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

৫. Congratulations! আপনার টিকেটটি কনফার্ম হয়ে গেছে। স্ক্রীনে আসা নতুন পেজ থেকে আপনার টিকেটটি প্রিন্ট করুণ এবং কাউন্টার এ যাবার সময় অবশ্যই টিকেটটি সাথে করে নিয়ে যাবেন।

To know about the privacy policy and terms of use of Shohoz tickets. Click Below:
Privacy Policy 
Terms of use
Cancellation Policy