সহজ রাইডারদের জন্য সড়ক নিরাপত্তা ও রক্ষণশীল ড্রাইভিং ট্রেনিং

সহজ রাইডারদের জন্য দিল্লী ভিত্তিক ইন্দো- অস্ট্রিয়ান সংস্থা হুবার্ট ইবনার (HE)-ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কারিগরী সহযোগিতায়, সড়ক নিরাপত্তা ও রক্ষণশীল ড্রাইভিং ট্রেনিং ম্যাটেরিয়ালে আয়োজন করা হয়েছে এই ট্রেনিং। ড্রাইভার ট্রেনিং ও সড়ক নিরাপত্তা প্রতিষ্ঠান হিসাবে  হুবার্ট ইবনারের রয়েছে ইউরোপ ও এশিয়াতে ৩০ বছরেরও বেশী কাজের অভিজ্ঞতা। সহজ বাইক রাইডারদের জন্য এই প্রশিক্ষণটি বিশেষভাবে তৈরী করেছে ব্র্যাক ড্রাইভিং স্কুল।

ট্রেনিং এ সহজ রাইডারদেরকে সড়কে নিরাপদ ভাবে চলাচল, সব সময় ইতিবাচক মনোভাব ও আচরণ বজায় রাখতে প্রশিক্ষিত করা হবে। এই ট্রেনিং মূলত রাইডারদেরকে সড়কে নিরাপদ ভাবে চলাচল ও আইন মানতে উৎসাহ দেয়ার জন্য; যা দেশের সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও সড়ক দূর্ঘটনা কমাতে বড় ভূমিকা রাখবে ।

সহজ রাইডারদের সুবিধাসমূহ

  • আন্তর্জাতিক মানের সনদের স্বীকৃতি
  • ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাধ্যতামূলক দুইদিনের প্রশিক্ষণ নিতে হবে না
  • ৩০% পর্যন্ত বাইকের জ্বালানী, মেরামত  ও রক্ষণাবেক্ষণ খরচ সাশ্রয়

অন্যান্য সুবিধা

  • সফলভাবে উত্তীর্ণ অংশগ্রহণকারীদেরকে সনদ প্রদান করা হবে
  • প্রশিক্ষণ শেষে ইফতার ও আকর্ষণীয় গিফটের ব্যবস্থা রয়েছে

প্রশিক্ষণ স্থান

ব্রাক লার্নি সেন্টার, উত্তরা (হাজী ক্যাম্পের কাছে, বিমানবন্দর- দক্ষিণখান রোড)

প্রশিক্ষণ স্থান Google Map -এ দেখার জন্য ক্লিক করুন  

প্রশিক্ষণ সময়: সকাল ৯টা থেকে বিকাল ৪টা

প্রশিক্ষণ তারিখ: ১২-১৫ মে ২০১৯